দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। ১১৩ দিন পর দৈনিক সংক্রমণ ১৩ হাজার ছাড়াল। এক ধাক্কায় সংক্রমণ বাড়ল অনেকটাই। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ২১৬ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। দৈনিক সংক্রমণের আচমকা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে।
দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ৭৯৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৬৮ হাজার ১০৮টি। একদিনেই তা বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার। কোভিড গ্রাফ আচমকা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কপালে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৪৮ জন৷
দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ১৯৬ কোটি ৪২ হাজার ৭৬৮ জনকে টিকা দেওয়া হয়েছে।
Be the first to comment