রাজ্যে করোনার দাপট অব্যাহত, একদিনে সংক্রমিত ৩ হাজারের বেশি, মৃত ৫

Spread the love

রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যুও। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩০২৯ জন। এই মরশুমে এই প্রথম আক্রান্তের সংখ্যা পেরল তিন হাজারের গণ্ডি। মহামারীর বলি ৫ জন, যা ঊর্ধ্বমুখী। পজিটিভিটি রেট ১৮.৯৫। বুধবারও এই হার ছিল ১৮.৫৯। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবারের বুলেটিন দেখলে দেখা যায়, দৈনিক কোভিড সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহে। 

এদিকে, মহামারীর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে টিকাকরণে বাড়তি জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৮ বছরের বেশি নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুক্রবার থেকেই তা চালু হয়ে যাবে। সেইমতো দেশের বিভিন্ন জায়গায় টিকাকেন্দ্রগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও প্রস্তুতি চলছে। পুরসভার অন্তত ১০০ টি কেন্দ্র থেকে মিলবে বুস্টার ডোজ।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*