বাংলায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৩৬জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ২১৮। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২০৮ জন। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৮৬৭। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ হাজার ১৪৩। নতুন করে চিন্তা বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুর।
রাজ্যের পাঁচ জেলায় উর্ধ্বগামী সংক্রমণ। কলকাতায় লাফিয়ে বেড়েছে আক্রান্ত। শেষ একদিনে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ৭১ জন। আক্রান্তের সংখ্যায় পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে গিয়েছে পূর্ব। শেষ ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৮৩ জন। শৈলশহরের সংক্রমণ সামান্য কমেছে। দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শুক্রবার এই জেলায় দৈনিক সংক্রমণ ছিল ৯৩ জন।
Be the first to comment