রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। সঙ্গে বাড়ল মৃত্যুও। পরীক্ষা অপেক্ষাকৃত কম হলেও সংক্রমণ বাড়ায় বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুসারে রাজ্য এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। সংক্রমণে শিখরে দার্জিলিং জেলা। সেখানে আক্রান্ত ৯২। তার পরই উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৮৭। কলকাতায় আক্রান্ত ৫৭। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.২২ লক্ষ।
এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। এদিন কলকাতায় কোনও মৃত্যু হয়নি। হুগলিতে ৪ জন, উত্তর ২৪ পরগনায় ৩ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে করোনাতে। সব মিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮,০৫৬। পাশাপাশি রাজ্যে সুস্থ হয়েছেন ৯৪২ জন। ফলে ১১৬টি অ্যাক্টিভ কেস কমেছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ১২,০৮৯।
এদিন রাজ্যে ৪৮,৮৪৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.০২ শতাংশ। সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ১.৭২ শতাংশ।
Be the first to comment