রাজ্যে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী, মৃত্যু আরও ৯ জনের

Spread the love

রাজ্যের ১৭ জেলায় মৃতের সংখ্যা শূন্য হলেও শঙ্কা জাগাচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। ফের ঊর্ধ্বগামী দৈনিক সংক্রমণ, একইসঙ্গে বাড়ল দৈনিক করোনায় মৃতের সংখ্যাও। ভয় ধরাচ্ছে শৈল শহর সহ কয়েকটি জেলার পরিস্থিতি।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। শনিবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮। বাংলায় একমাত্র আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। ক্রমশই ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ।

একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৮৯২ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৩ হাজার ৬৩৯। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৭৭০। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ০৭৩। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ হাজার ৭৯৬।

রাজ্যের মধ্যে শঙ্কা কয়েকটি জেলার পরিস্থিতি নিয়ে। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে শৈল শহর দার্জিলিং। এই জেলায় সংশ্লিষ্ট সময়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ জন। অনুমান করা হচ্ছে পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং কোভিড সচেতনতার অভাব সংক্রমণ ক্রমশ বাড়াচ্ছে। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৭ এবং করোনা প্রাণ কেড়েছে এক জনের। উদ্বেগ বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুর, কলকাতার আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ জন। পূর্ব মেদিনীপুরে এই সংখ্যা ৬০।

এদিকে, দার্জিলিংয়ে আসা পর্যটকদের ক্ষেত্রে ভ্যাকসিনের দু’টি ডোজ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। পাহাড়ে প্রবেশের আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশকর্মীরা। একই সঙ্গে পাহাড়ে আসা পর্যটকদের মধ্যে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, পুলিশ তাঁদের গ্রেফতারও করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*