রাজ্যে সংক্রমণ নিম্নমুখী, মৃত্যু বাড়লো কলকাতায়

Spread the love

রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও আচমকা মহানগরের কোভিড চিত্রে উদ্বেগে চিকিৎসকেরা। গত কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের আরও কয়েকটি জেলার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে চিন্তায় স্বাস্থ্য দফতর। তবে শুক্রবারের থেকে রাজ্যের সামগ্রিক করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে শনিবার।

করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১০৯ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। ২০টি জেলায় ২৪ ঘণ্টায় কোনও কোভিড মৃত্যু হয়নি। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৮৯৮ । মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৩৭২। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৪১৭।এদিন পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ৫,৫৬,৫৭৩।

রাজ্যে ২০ জেলা মৃত্যু শূন্য হলেও জেলার মধ্যে কলকাতায় ২৪ ঘণ্টায় একশোর বেশি লোক সংক্রামিত হওয়ায় শীর্ষে মহানগর। শনিবারের রিপোর্ট অনুযায়ী কলকাতায় শেষ একদিনে আক্রান্ত ১০৯ জন। তবে মহানগরে একদিনেই মৃত্যু তিন জনের। এরপরই উত্তর ২৪ পরগনা। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। দার্জিলিঙেও বেড়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন।

এদিকে পুজোর মরশুম শুরু হতে না হতেই আচমকা কলকাতায় এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ। মাস্ক, দূরত্ববিধি পালনের সঙ্গে সঙ্গে সমস্ত কোভিড গাইডলাইন মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাস্ক না পরলেই জরিমানা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এদিকে টিকাকরণের উপরও বিশেষ জোর দিচ্ছে রাজ্য। ভিড় সামলাতে ক্যাম্প বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*