পুজোর মুখে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার কোভিড চিত্র। রাজ্যের অন্য জেলাগুলিতে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও শহরে সংক্রমণ ঊর্ধ্বমুখী। এদিকে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। এই পরিসংখ্যান বুধবারের তুলনায় সামান্য বেশি। এদিকে, রাজ্যে আশা জাগাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন আরও ৭৫৬ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতা শহরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। মৃত্যু হয়েছে একজনের। এদিকে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় কেবলমাত্র উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে পাঁচজনের। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন। মৃত্যু হয়েছে দু’জনের।
দোরগোড়ায় দুর্গাপুজো। তার আগেই পুজো নিয়ে নির্দেশকা দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, কোভিডের দু’টি টিকা নেওয়া থাকলে অঞ্জলি দেওয়া যাবে এবং সিঁদুর খেলাতেও নেওয়া যাবে অংশ। তবে পুজো মণ্ডপগুলি নো এন্ট্রি জোন রাখার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বহাল থাকছে। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মানা না হলে পুজো বাতিল করে দেওয়ার অধিকার থাকছে পুলিশের হাতে।
Be the first to comment