টেস্ট বাড়তেই রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মৃত আরও ১৪

Spread the love

রাজ্যে ফের বাড়লো কোভিড আক্রান্তের সংখ্যা। রাজ্যে টেস্ট বাড়তেই করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শনিবারের নিরিখে রবিবার বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কোভিড মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। এই সময়ের মধ্যে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ২৭ হাজার ১৪৮টি।

অন্যদিকে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৫ লাখ ৮০ হাজার ৫৩০ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৪ হাজার ১৩২ জন। রাজ্যে কোভিডের জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৭৭ জনের। রবিবারের স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে কলকাতাতেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এরপরেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। বাকি সব জেলাতে দৈনিক সংক্রমণ রয়েছে ১০০-এর নীচে।

গত ২৪ ঘণ্টায় কলকাতাতে করোনা মৃত্যুর সংখ্যাও অন্য জেলার নিরিখে বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার জেরে মৃত্যু হয়েছে চার জনের। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা তিন। নদিয়াতেও মৃতের সংখ্যা তিন জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*