উদ্বেগ বাড়িয়ে বাংলায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মৃত আরও ৯

Spread the love

উৎসবের মরশুমে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৭২৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এদিন অবধি মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৯৪৬। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা সাত হাজার ৪২৮।

এদিকে বঙ্গে মৃত্যুর সংখ্যা খানিক কমেছে। নতুন করে মৃত্যু হয়েছে ন’জনের। এদিন মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৯৯৮। মৃত্যুর হার ১.২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৫ জন। এদিনের হিসেব অনুযায়ী, ১৫ লাখ ৫৫ হাজার ৫২০ জন সুস্থ হয়েছেন। টেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে কোভিড বাড়তে শুরু করেছে, দাবি ওয়াকিবহাল মহলের। এদিন ৩৩ হাজার ২১২ জনের করোনা পরীক্ষা হয়েছে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। আজ অবধি এক কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৪১৪ জনের কোভিড পরীক্ষা হয়েছে।

তবে এদিন দেশের কোভিড আক্রান্তের হারে কিছুটা স্বস্তি। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮ জন, যা মার্চ মাস থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন। এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ১৬৪ জনের। ২৩১ দিনে সর্বনিম্ন কোভিড সংক্রমণের ঘটনা আশার আলো দেখাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*