কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বাড়লও, মৃত আরও ১২

Spread the love

উৎসবে ভিড়ের মাশুল গুনছে শহর? ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা সংক্রমণের গ্রাফ। নিত্যদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। সামগ্রিকভাবে রাজ্যেও বাড়ছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই বেশি।

আর এর মধ্যে কেবলমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। যা রীতিমতো চিন্তার ভাঁঝ ফেলেছে চিকিৎসকদের কপালে। উদ্বিগ্ন প্রশাসনও। শহরে কনটেনইনমেন্ট জোনের সংখ্যা নতুন করে বাড়ানোরও চিন্তাভাবনা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান জানাচ্ছে, একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে চারজন করে। পাশাপাশি একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮০৮ জন। তবে সুস্থতার হারও কিছুটা কমেছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।

রাজ্যের কোভিড গ্রাফ অনুযায়ী, সংক্রমণের শীর্ষে এখন কলকাতা। উৎসবের মধ্যে লাগামছাড়া ভিড়ের থেকেই এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে অনুমান চিকিৎসকদের। মাত্র একদিনের ব্যবধানে লাফিয়ে বাড়ছে শহরের সংক্রমণ। জানা গিয়েছে, সম্প্রতি শহরে আক্রান্তদের মধ্য়ে অধিকাংশরই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। প্রথম ডোজ নিয়েও আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন। তবে পরিসংখ্যান অনুযায়ী, উপসর্গহীন আক্রান্তের সংখ্যাই শহরে সবচেয়ে বেশি। ফলে তাদের থেকেই অজান্তে করোনা বেশি করে ছড়িয়ে পড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*