উৎসবের মরশুমে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। এদিন পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ৪৫৫। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন।তৃতীয় দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৪।
এদিকে হুগলিতে আক্রান্তের সংখ্যা ৮৯। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৮৩। পশ্চিম বর্ধমানে আক্রান্ত হয়েছেন ২৫ জন। পূর্ব বর্ধমানে আক্রান্তের সংখ্যা ৩০ জন। পূর্ব মেদিনীপুরে ন’ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৪ জন, ঝাড়গ্রামে ছ’ জন, বাঁকুড়ায় ২৭ জন, পুরুলিয়ায় ছ’ জন, বীরভূমে ১৫ জন, নদিয়ায় ৫৪ জন, মুর্শিদাবাদে সাত জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিন সুস্থ হয়েছেন ৮২৮ জন। করোনাকে হারিয়ে আজ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৯ হাজার ৫১৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
একদিনে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১০। এদিন অবধি ১৯ হাজার ৫৫ জন করা গিয়েছেন রাজ্যে। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
রবিবার ৪২ হাজার ৬২২ জনের করোনা পরীক্ষা হয়েছে। এদিন অবধি রাজ্যের এক কোটি ৮৯ লাখ ২৮ হাজার ১৮৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। বর্তমানে রাজ্যে ১৫০টি টেস্টিং ল্যাব রয়েছে। বর্তমানে RT PCR এবং অ্যান্টিজেন টেস্টের অনুপাত, ৫১:৪৯।
এদিন ভ্যাকসিনেশন হয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৬৯ জনের। প্রথম ডোজ নিয়েছেন ন’ ১৮ হাজার ৪৫০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ১৯ হাজার ৬১৯ জন।
Be the first to comment