বাংলায় দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই কমলো ৷ শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৫ জন ৷ আগের দিন যা ছিল ৮৭৭ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২০১ জন, উত্তর ২৪ পরগনায় ১২৫ জন ৷
অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন ৷ যা আগের দিনের তুলনায় ৩ জন বেশি ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ৩৭৬ জনের ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৬ লাখ ৯ হাজার ১১৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৭৫ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৮১ হাজার ৬৯৭ জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৪৫ জন ৷
আজ ৩৬ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ২৭০। আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৩০ হাজার ৪১৪ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৬ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৯৬৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫৬ লাখ ১০ হাজার ৩১৭ জন ৷
Be the first to comment