রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, মৃত আরও ১২

Spread the love

রাজ্যে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই নিয়ে পরপর দু’দিন বাড়ল করোনা গ্রাফ। রাজ্যে গতকালের নিরিখে টেস্ট কম হলেও সংক্রমণ বেড়েছে। ফলে চিন্তা বাড়ছে।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১২ জনের। এই সময়ের মধ্যে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ২৩ হাজার ১৯টি।

রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৫ লাখ ৮১ হাজার ২২০টি। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮১৫ জন। রাজ্যে কোভিডের জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৮৯ জনের।সোমবারের স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে কলকাতাতেই।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। এরপরেই তালিকায় রয়েছে কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনা। এই জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৩ জন। বাকি সব জেলাতেই সংক্রমণ ১০০-এর নীচে। মুর্শিদাবাদে গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া মালদা-পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন দু’জন।

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা মৃত্যুর সংখ্যা অন্য জেলার নিরিখে বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার জেরে মৃত্যু হয়েছে দু’জনের। উত্তর ২৪ পরগনায় করোনার জেরে মৃত্যু হয়েছে তিন জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*