সম্প্রতি পর্যটনকেন্দ্রগুলিতে ভিড় নিয়ে সতর্কবার্তা দিয়েছে আইএমএ। মঙ্গলবার এই নিয়ে উদ্বেগ জানান প্রধানমন্ত্রীও। এদিন বিকেলে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে ডাকা বৈঠকে সেই আশঙ্কার কথাই আর একবার শোনা গেল। বিশেষ করে দিঘা, মন্দারমণিতে এর মধ্যেই ভিড় দেখা যাচ্ছে।
প্রশাসন সূত্রে বলা হয়েছে, কোথাও গেলে আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট লাগবে। তবে একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কী হবে, তা স্পষ্ট নয়। আবার আরটিপিসিআর টেস্টের রিপোর্ট কোনও পর্যটন কেন্দ্রের হোটেল বা হোম-স্টেতে ঢোকার আগের ৪৮ ঘণ্টার মধ্যেকার হতে হবে বলে জানানো হয়েছে।
এখন পাহাড়ে বেড়ানোর সময় নয়। তা সত্ত্বেও দার্জিলিঙে পর্যটক আসছেন এখন। সেখানে সর্বত্র সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউকে ত্বরান্বিত করা হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সূত্রে বলা হয়েছে, তাই এই নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক। এবং একই সঙ্গে সকলের ক্ষেত্রে মাস্ক পরা, দূরত্ববিধি মানাও আবশ্যিক।
Be the first to comment