একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানালো, নতুন নিয়মে ৮৪ দিনের আগে কোন ব্যক্তিই কোভিশিল্ড দ্বিতীয় টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। তবে নতুন নিয়ম চালু হওয়ার আগে যাঁরা ৮৪ দিনের কম সময়ে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁরা অবশ্য নির্ধারিত সময়ে গিয়েই টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে পারবেন। তাঁদের নাম বাতিল হবে না। কিন্তু টিকা নিতে গিয়ে বাস্তব অভিজ্ঞতা বলছে বহু মানুষকে টিকা নিতে গিয়ে ফিরে আসতে হয়েছে। কারণ ৮৪ দিনের আগে দ্বিতীয় ডোজের টিকা দিতে রাজি হচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। এমন বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে দ্বিতীয় ডোজের টিকা নিতে এলে তাঁদের ফিরিয়ে দেওয়া যাবে না। তবে কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য ৮৪ দিন পরেও আবেদন করা যাবে।
Be the first to comment