গোয়া উপকূলে আছড়ে পড়ল “তাউটে”, কর্নাটকে মৃত ৪

Spread the love

গোয়া উপকূলে আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় তাউটে ৷ পাঞ্জিতে বিশাল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায় ৷ বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কর্নাটকের মোট ছ’টি জেলায় গত ২৪ ঘণ্টায় অতি ভারী বর্ষণ হয়েছে ৷ প্রবল বৃষ্টিপাতে চারজনের মৃত্যু এবং ৭৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷

ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তখতে উত্তর উত্তর-পশ্চিম দিকের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি । এদিন শেষ বিকেল নাগাদ ঝড়ের কেন্দ্রটি গোয়ার উত্তর উত্তর-পশ্চিমে থাকবে । প্রায় গোটা দিনই ঝড় এবং ভারী বৃষ্টিপাত চলবে ৷

কর্নাটক স্টেট ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কর্নাটকের ৬ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কানাড়া, উদিপি, উত্তর কানাড়া, কোদাগু, শিবমোগ্গা এবং চিক্কামাগালুরুতে এই ভারী বর্ষণ হয়েছে ৷ এই বিপর্যয়ে এখনও অবধি রাজ্যে চারজনের মৃত্যপ হয়েছে ৷ এছাড়াও ৭৩ জন গ্রামবাসী প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*