অমৃতা ঘোষ:-
কপাল জোরে আরেকটুখানির জন্য বেঁচে গেল কালিন্দি এক্সপ্রেস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানীর দিকে যাচ্ছিল ট্রেনটি। কানপুর এর কাছে বড়সড়ো একটি রেল দুর্ঘটনা থেকে শেষমেষ রক্ষা পেল ট্রেনটি। রেল লাইনের উপর রাখা ছিল একটি এলপিজির সিলিন্ডার আর তার পাশে ছিল পেট্রোল এবং দেশলাই। দ্রুত গতিতে আসা কালিন্দি এক্সপ্রেসটি সজরে ধাক্কা মারে সিলিন্ডার টিকে এবং তাতে সিলিন্ডারটি ৫০ থেকে ৬০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। ট্রেন চালক এমার্জেন্সি ব্রেক মেরে ট্রেন থামানোতে সক্ষম হন। ট্রেনটি যদি সঠিক সময় ইমার্জেন্সিতে না থামানো যেত তাহলে আবারও অনেক বড় ট্রেন দুর্ঘটনায় পড়তে হত এতগুলো যাত্রীকে। এই দুর্ঘটনাটি কোনো আকস্মিক ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটানোর চেষ্টা করা হয়েছে সে নিয়ে এখন প্রশ্ন উঠছে। কারণ রেল লাইনের উপরে কারা সিলিন্ডার রাখল পাশে পেট্রোল রাখল এবং কেনই বা রাখল সেটার পিছনে অনেক বড় প্রশ্ন। এই ঘটনাটি ঘটার পরে রেল আধিকারিক এবং রেল পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা এর তদন্ত শুরু করেছেন। ট্রেন যাত্রীদের মধ্যে অনেকের কাছে শুনতে পারা যায় পাশে জঙ্গলে অনেকেই বসে ছিলেন। এখন আদেও এই ঘটনাটি সঙ্গে তারা যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে রেললাইনে দাহ্য পদার্থ এবং দেশলাই পাওয়া যায় বলে এটাই অনুমান করা হচ্ছে যে একটি বড়সড়ো রেল দুর্ঘটনা করানোর সুপরিকল্পিত চিন্তাভাবনা ছিল। কালিন্দি এক্সপ্রেসের ট্রেন যাত্রীরা সকলেই আতঙ্কিত। সকলে ট্রেন চালকের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে এটাই বলছেন যদি চালক সঠিক সময় ট্রেন না থামাতেন তাহলে অনেক বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো তাদের।
Be the first to comment