দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতিহাস খ্যাত এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ রানী রাসমণি সহ একাধিক মনীষীর নাম। সেই ইতিহাসকে আলো ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে কেএমডিএ।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই তার সূচনা হবে। দক্ষিণেশ্বর মন্দির সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দিল্লি থেকে ফেরার পথেই মুখ্যমন্ত্রী ওই লাইট অ্যান্ড সাউন্ড শো এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি কুঠিবাড়িতে রানী রাসমণি, শ্রী রামকৃষ্ণর স্মৃতিবিজড়িত নানা সামগ্রী একটি বিশেষ প্রদর্শনীরও তিনি উদ্বোধন করবেন।
Be the first to comment