অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন দাড়িভিট কাণ্ডে ধৃত আট গ্রামবাসী। আজ ইসলামপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ কামালউদ্দিন এই নির্দেশ দেন। জামিনের শর্ত হিসেবে বিচারক অভিযুক্তদের সপ্তাহে একদিন ইসলামপুর থানায় হাজিরার নির্দেশ দিয়েছেন। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁদের।
সংস্কৃত ও উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনের জেরে গত ২০ সেপ্টেম্বর উত্তাল হয়ে ওঠে দাড়িভিট স্কুল সংলগ্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। গুলিতে মৃত্যু হয় ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্রের। পুলিশের গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে এলাকার বাসিন্দারা দাবি করলেও গুলি চালানোর কথা অস্বীকার করে পুলিশ। ওই ঘটনায় অশান্তি সৃষ্টির দায়ে এলাকার আট বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই ছাত্র মৃত্যুর সিবিআই তদন্ত ও ধৃতদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন বাসিন্দারা। তাঁদের বাধায় দাড়িভিট স্কুলও ৫৩ দিন বন্ধ ছিল ।
দফায় দফায় বৈঠকের পর সোমবার স্কুল খুললেও ধৃতদের মুক্তি না দেওয়া হলে বুধবার থেকে ফের স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এলাকার মানুষ। তাই পঠনপাঠন নিয়ে আশঙ্কিত হয়ে পড়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। এ দিন ধৃত আটজন জামিন পাওয়ায় সেই আশঙ্কা কাটল। তবে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে জারি রয়েছে বাসিন্দাদের আন্দোলন।
Be the first to comment