একদিনের জন্য থমকে যাবে পাহাড়! বর্তমানে কোভিড সংক্রমণ রুখতে তৎপর দার্জিলিং জেলা প্রশাসন। আর সেই কারণেই প্রতি সপ্তাহে একদিনের জন্য জেলার সব ক’টি শহরে কার্যত লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিধিনিষেধের রাশ সামান্য আলগা হতেই দোকানবাজারে ব্যাপক ভিড় হতে শুরু করেছে। যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। সেই কারণেই এবার কড়াকড়ি বাড়ানোর দিকে ঝুঁকল জেলা প্রশাসন। তবে ঠিক কোনদিন ওই লকডাউন ঘোষণা হবে, তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। জানা গিয়েছে, ব্যবসায়িক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পর ওই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে জেলার SDO টি রায় জানিয়েছেন, প্রতি বৃহস্পতিবার দার্জিলিং শহরের দোকানবাজার বন্ধ থাকবে। পাহাড়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ। শনিবার নতুন করে ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন দার্জিলিং শহরে। যা বাংলায় সর্বাধিক। SDO এদিন জানান, প্রতি বৃহস্পতিবার চক বাজার এবং চৌরাস্তা এলাকার রাস্তাও বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র বৃহস্পতিবার জরুরি পরিষেবা, ওষুধের দোকান, বেকারি খোলা থাকবে।
যেহেতু পর্যটকদের আনাগোনা ঘটছে সেই কারণেই আচমকা সংক্রমণ বাড়ছে বলে দাবি প্রশাসনের। সেই কারণেই দার্জিলিঙে আসা পর্যটকদের ক্ষেত্রে ভ্যাকসিনের দু’টি ডোজ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। পাহাড়ে প্রবেশের আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশকর্মীরা। একই সঙ্গে পাহাড়ে আসা পর্যটকদের মধ্যে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, পুলিশ তাদের গ্রেফতারও করেছে।
Be the first to comment