এবার দার্জিলিং ভ্রমণেও বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট

Spread the love

কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে না থাকলে দার্জিলিংয়ে পাওয়া যাবে না হোটেল। করোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ। এক্ষেত্রে কোভিডের দু’টি টিকা নেওয়া ব্যক্তিদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক নয়। রাজ্যের সার্বিক করোনাচিত্র স্বস্তিদায়ক হলেও পাহাড়ে বাড়ছে করোনা সংক্রমণ, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।

পাহাড়ে পর্যটকদের অচসেতনভাবে ঘুরে বেড়ানো বড় বিপদ ডেকে আনতে পারে, মাত্র একদিন আগে এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটকদের সচেতন থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট পর্যটকদের হাতে থাকলে তবেই তাঁরা দার্জিলিং জেলায় কোনও হোটেল বা হোম-স্টেতে থাকতে পারবেন। এক্ষেত্রে ৭২ ঘণ্টার আগের কোভিড পরীক্ষার রিপোর্ট গ্রাহ্য করা হবে না।যাঁদের কোভিড টিকার দু’টি ডোজ নেওয়া হয়েছে গিয়েছে তাঁদের করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক নয়। তবে তাঁদের ভ্যাক্সিনেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

প্রসঙ্গত, বুধবার থেকেই সমুদ্রে বেড়াতে যাওয়া সমস্ত পর্যটকদের করোনা পরীক্ষা জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের নুমনা পরীক্ষা করা হবে। যে দু’টি সেন্টারে কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, সেগুলি হল দিঘা-শংকরপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশন অফিস এবং একঘর-কামিনি ব্লক হেল্থ সেন্টার। কোভিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে সঙ্গে সঙ্গেই হাতে মিলবে রিপোর্ট। নেগেটিভ এলেই কেল্লাফতে। সোজাসোজি এন্ট্রি মিলবে হোটেলে। সমুদ্র সৈকতে দু’দিনের ছুটি চুটিয়ে উপভোগ করতে আর কোনও বাধাই থাকবে না। করিয়ে প্রবেশ করতে পারবেন হোটেলে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*