গাড়ি ছিনতাই করতে গিয়ে মালিককেই খুন করে বসলো কিশোর; পড়ুন বিস্তারিত!

Spread the love
উদ্দেশ্য ছিল গাড়ি ছিনতাইয়ের। সেটা করতে গিয়ে গাড়ির মালিককেও গুলি করে খুন করে বসল কিশোর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোঁড়া গুলি ঝাঁঝরা করে দিল এক ভারতীয়-বংশোদ্ভূতকে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুনীল এডলা। বয়স ৬১ বছর। সুনীল তেলঙ্গানার মেদাক জেলার বাসিন্দা। ১৯৮৭ সাল থেকে কর্মসূত্রে আমেরিকায় বাস। নিউ জার্সির ভেন্টনর শহরে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ। শুক্রবার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তের বয়স বছর ষোলো। জেরায় সে জানিয়েছে, সুনীলের গাড়ি ছিনতাই করাই ছিল উদ্দেশ্য। কিন্তু, হঠাৎ করেই বাড়ি থেকে বার হয়ে আসেন তিনি। তাই তাঁকে গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যাবারই মতলব করেছিল সে।
নিউ জার্সির একটি বহুজাতিক সংস্থায় অডিটরের কাজ করতেন সুনীল। রাতেই ছিল তাঁর কাজ। প্রতিদিনই রাত ৮টা নাগাদ নাইট শিফট করতে বাড়ি থেকে বেরোতেন তিনি। বৃহস্পতিবারও তেমনই বেরিয়েছিলেন। গাড়ির সামনে আসতেই আচমকা গুলি ধেয়ে আসে তাঁর দিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
সুনীলের পরিবারের লোকজন জানিয়েছেন, প্রতি বছরই নিজের মা’কে দেখতে দেশে ফিরতেন সুনীল। এ বছর ছিল তাঁর মায়ের ৯৫ তম জন্মদিন। তাই একটু বেশি সময়ের জন্যই দেশে ফেরার কথা ভেবেছিলেন সুনীল। তোড়জোড়ও শুরু করে দিয়েছিলেন সে ভাবেই। পরিবারের সঙ্গে বড়দিন পালনের কথাও ছিল তাঁর।  তার আগেই ঘটে গেল এমন দুর্ঘটনা।
অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই-সহ একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*