৮ অক্টোবর গরম একটু কম পড়েছিল। বাইরে ঠান্ডা হাওয়াও বইছিল। ২০ বছরের সুলেমান আলি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎই মাঝরাতে প্রচণ্ড ঝড়বৃষ্টি ওলটপালট করে দিল সব। সুলেমান-এর বাড়ির পাশেই কবরস্থান। সেখানে ছিল একটি বড়ো সেগুন গাছ। প্রচণ্ড ঝড়ে গাছটি উপড়ে এসে সুলেমানের বাড়িতে পড়ে। সুলেমান-সহ তাঁর বাবা, মা, দাদা এবং দাদার স্ত্রী সকলেই চাপা পড়েন। কিন্তু বাকিরা বেঁচে গেলেও এই তরুণ সুলেমান নিজেকে রক্ষা করতে পারেননি। এলাকার বাসিন্দারা এসে তাড়াতাড়ি উদ্ধার কাজে হাত লাগালেও বাঁচানো যায়নি সুলেমানকে। শ্যামনগরের কাউগাছির দর্জিপাড়াতে মহম্মদ তৈয়ব আলির পুত্র তরুণ সুলেমানের অকালমৃত্যুতে শোকের ছায়া।
Be the first to comment