উত্তরবঙ্গে কুয়াশার জের। দেরিতে চলছে আপ দার্জিলিং মেল, আপ পদাতিক এক্সপ্রেস। ট্রেন দেরিতে চলায় দুর্ভোগ যাত্রীদের। উত্তর ভারত থেকে আসা দূরপাল্লার ট্রেনগুলিও দেরিতে চলছে। তার জেরে একাধিক ট্রেনের সূচি বদলাতে পারে। ৫-১০ মিনিট দেরিতে চলছে লোকাল ট্রেন ৷ এর জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ৷
শীত না এলেও ঠাণ্ডা ভাব রয়েছে বেশ কয়েকদিন ধরেই এরাজ্যে ৷ দিনের বেলায় গরম এবং রাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছিল ৷ তবে এখনই শীত আসছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ৷ তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর ৷
তবে সকালের দিকে রোজই এখন হালকা-মাঝারি কুয়াশা থাকছে ৷ দৃশ্যমান্যতা কম থাকায় ট্রেনের পাশাপাশি জাতীয় সড়কেও ধীর গতিতে চলছে যানবাহন ৷
Be the first to comment