ক্ষতিপূরণের জন্য কোটি কোটি টাকা খরচ না করে তা বন্যা হওয়ার আগেই দিলে সাধারণ মানুষকে এত দুর্ভোগ পোহাতে হয় না। মঙ্গলবার ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর ওই এলাকার পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বললেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব।
তিনি বলেন, ক্ষতিপূরণের টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য খরচ করা হলে তাতে ঘাটালবাসীদের এত ভোগান্তিতে পড়তে হত না। দেবের মতে, কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্বের জেরেই যেন বাধা হয়ে দাঁড়িয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। তবে ঘাটালের মানুষের কথা ভেবেই এই পরিকল্পনা দ্রুত রূপায়ণ করা উচিত।
মঙ্গলবার কলকাতা থেকে ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান ওই লোকসভা কেন্দ্রের সাংসদ। দুপুরে ঝাড়গ্রাম থেকে ঘাটালের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment