দীপিকা-রণবীরের বিয়ের অনুষ্ঠানে ঝলমল করে উঠলো ইতালির আকাশ; পড়ুন!

Spread the love
অনেক অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে দীপিকা ও রণবীরের বিয়ের ছবি ৷ রণবীর ও দীপিকার ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই হইহই পড়ে যায় গোটা বিশ্বে৷ দীপিকা ও রণবীরের ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে শুভেচ্ছার ঢল ৷ আর অন্যদিকে, ইতালির আকাশে ছড়িয়ে পড়ে রঙিন আলো ৷
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুয়ায়ী, বিয়ের শেষের পার্টিতে লেক দীপিকা ও রণবীরের বিয়েকে আলো ঝলমলে করে তুলতে ফাটানো হয় ১০০১ টা আতশবাজি ৷ ইতালির আকাশ স্বাক্ষী হয় রঙিন আলো ৷ সেই আলোর ছটা ছড়িয়ে পড়ে লেক কোমোর জলেও ৷
সেই আতশবাজির ভিডিওই হু হু করে শেয়ার হতে শুরু করে ইনস্টাগ্রামে ৷ দেখুন সেই ভিডিও –

এই বিয়ের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি ছিল চোখে পড়ার মতো ৷ Z ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা ৷ একটা ছবিও প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি ৷ জানানো হয়েছিল, ১৫ নভেম্বর ঠিক সন্ধ্যে ৬টায় পোস্ট করা হবে রণবীর-দীপিকার বিয়ের ছবি ৷ সেই মতো সিন্ধি বিয়ের শেষে দীপিকা এবং রণবীর নিজেরাই পোস্ট করেন দু’টি ছবি ৷ যা দেখার পর থেকেই আবেগে ভাসছেন দীপবীরের ভক্তকূল ৷ আর নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের পোশাক আর গয়না নিয়ে শুরু হয়ে গিয়েছে চুল চেরা বিশ্লেষণ ৷ কোঙ্কনী বিয়ের সময় দীপিকা সেজেছিলেন গোল্ডেন-অরেঞ্জ শাড়িতে ৷ রণবীর পরেছিলেন হোয়াইট-গোল্ডেন কুর্তা পাজামা ৷ সিন্ধি বিয়ের সময় গাঢ় গোলাপির নেশায় মাতালেন দীপবীর ৷ ভারী কাজের লেহেঙ্গা-চোলি আর ভারী গয়নায় সেজেছিলেন দীপিকা ৷ রণবীর ছিলেন একই রঙের শেরওয়ানিতে ৷
তবে সবচেয়ে নজর কাড়ল দীপিকার সিন্ধি সাজের ওড়নাটি ৷ লালচে গোলাপি রঙের ওড়নায় সোনার জরি আর ঝালর দিয়ে কাজ করা ৷ শোনা গিয়েছে, সিং পরিবারের তরফে এই দুপাট্টাটি দেওয়া হয়েছে নায়িকাকে ৷ ওড়ানার পাড় বরাবর সোনা দিয়ে খোদাই করে লেখা রয়েছে ‘সদা সৌভাগ্যবতী ভবঃ’ ৷ এর অর্থ, সমস্ত অশুভ শক্তি থেকে দূরে থাকুক নবদম্পতি, সৌভাগ্য আসুক সংসারে ৷ তবে শুধু ওড়না নয়, নজর কেড়েছে দীপিকার আঙুলের বিশাল একটি সলিট্যায়ার রিং-ও ৷ আয়তকার হিরেটি সম্ভবত তাঁর এনগেজমেন্ট রিং ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*