পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের হিংসার বলি একাদশ শ্রেণীর পড়ুয়া। রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। বাবার সঙ্গে কর্মী সভা থেকে ফিরছিলেন তৃণমূল সমর্থক কিশোর। তখনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি- হামলার অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে। বোমার আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন একাদশ শ্রেণির ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনার কথা জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও RAF নামানো হয় । এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার জানান, স্কুল পড়ুয়া ওই কিশোরকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ISF বোমা-গুলি নিয়ে রাজনীতি করছে।এই ঘটনায় আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।
Be the first to comment