রবিবার গভীর রাতে দিল্লির পশ্চিম বিহার থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল একটি হোন্ডা সিভিক কার। ভোর সাড়ে চারটে নাগাদ রাজৌরি গার্ডেন অঞ্চলে ফুটপাথে উঠে গেল গাড়ি। মারা গেলেন দুজন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পুলিশ চালককে আটক করে জানতে পারে, তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না।
ড্রাইভারের নাম দেবেশ। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। রাজৌরি গার্ডেন অঞ্চলে উড়ালপুলে ওঠার আগে তিনি দুর্ঘটনা ঘটিয়ে বসেন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মনিকা ভরদ্বাজ জানিয়েছেন, দেবেশকে বলেছেন, গাড়ির একটা চাকা আচমকা ফেটে যায়। তাতেই দুর্ঘটনা ঘটে। আমরা পরীক্ষা করে দেখেছি, একটি চাকা সত্যিই ফেটে গিয়েছিল। কিন্তু তা দুর্ঘটনার আগে ফেটেছে না পরে জানা যায়নি।
মৃতের নাম নুরা ও শীলা। নুরার বয়স ৫০। শীলার বয়স চল্লিশের কোঠায়। আহত দুজনের নাম মনোজ ও রাম সিং।
Be the first to comment