পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ইডি, শুনানি নভেম্বরে

Spread the love

আধিকারিকদের বিরুদ্ধে জারি হওয়া নোটিস খারিজের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ সেই মামলার শুনানি নভেম্বরে হবে বলে আজ জানিয়ে দিল আদালত ৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ওই দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ওই দু’টি নোটিস ইস্যু করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল ইডি ৷

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে আগামী ১২ নভেম্বর এই মামলার শুনানি হবে ৷ বিচারপতি যোগেশ খান্নার বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে ৷ এই মামলায় ইডির আইনজীবী অমিত মহাজন ৷ তিনি আরও কয়েকটি বিষয়ের সঙ্গে আগামী শুক্রবার এই নিয়ে শুনানির আর্জি জানিয়েছিলেন ৷ কিন্তু আদালত ১২ নভেম্বরের তারিখ নির্ধারণ করেছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ সেই নিয়ে ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিষেক ৷ অভিযোগ দায়ের হয় গত এপ্রিলে ৷ সেখানে ইডির বিরুদ্ধে নথিতে গোলমাল, মানহানি-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ৷

গত ২২ জুলাই ও ২১ অগস্ট এই নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ইডিকে নোটিস পাঠানো হয়েছে ৷ এই নিয়ে ইডির দাবি, এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষপাতিত্ব করছে ৷ এর উদ্দেশ্য কয়লা পাচার কাণ্ডের তদন্তকে বিভ্রান্ত করা ৷ যদিও দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা কেন করা হল, সেই প্রশ্ন এদিন তোলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*