রাহুলের বিরুদ্ধে সিট গঠন করল দিল্লি পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র ‘আম্বেদকর মন্তব্যের’ জেরে সংসদে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদেরা। বিক্ষোভ চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ধাক্কার জেরে দুই বিজেপি সাংসদ পড়ে গিয়ে মাথায় চোট পান। গেরুয়া শিবিরের এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লির অপরাধদমন শাখা। তদন্তভার হাতে নিয়েই এবার ঘটনার রহস্যভেদে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল দিল্লি পুলিশ।

গতকাল অর্থাৎ শুক্রবার রাত ৮ টার মধ্যে এই ঘটনার যাবতীয় নথিপত্র হাতে পেয়েছেন অপরাধদমন শাখা। এসিপি রমেশ লাম্বার নেতৃত্বে বিশেষ টিম তদন্ত শুরু করেছে। সেই টিমে রয়েছে দুজন অ্যাসিস্টেন্স পুলিশ কমিশনার, দুজন ইন্সপেক্টর, তিনজন সাব ইন্সপেক্টর। এই ৭ সদস্যের দল সরাসরি ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্ত রিপোর্ট পেশ করবেন। খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও।
গোটা ঘটনায় পালটা প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধি। তিনি বলেন, ‘আমি সংসদের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন তখন আমাকে আটকান বিজেপি সাংসদরা। আমাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হয়। ধাক্কা দেওয়া হয় প্রিয়াংকাকেও। এটা সংসদ, ফলে এখানে যাওয়ার অধিকার আমাদের রয়েছে। মুখ্য বিষয় এটাই যে সংসদের ভিতর সংবিধান ও বাবাসাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*