দিল্লি ও রাজস্থানের একাধিক জায়গায় বৃষ্টি, বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল

New Delhi : Vehicles move on Rajpath during rain in New Delhi on Monday. PTI Photo by Kamal Singh(PTI5_23_2016_000252B)
Spread the love

উত্তর ভারতের একাধিক রাজ্যে এক ধাক্কায় নেমে গেলো তাপমাত্রা। সোমবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি ও রাজস্থানের একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও প্রবল তুষারপাত হচ্ছে কাশ্মীরে। যার জেরে রাজস্থান ও দিল্লিতে কনকনে শীতের আমেজ।

ঠান্ডার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়েছে। দিল্লির আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। প্রভাব পড়েছে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। অনেক ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে বলে খবর। বেশ কিছু ট্রেন বাতিল বলেও ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে রাজস্থান হয়ে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে৷ যার কারণে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দিল্লি ও রাজস্থানে৷ যার জেরে তাপমাত্রা আরও নেমে যাওয়ার আশঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*