বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিল্লির, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত

Spread the love

রোজদিন ডেস্ক :- “বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক। আশা করব সে দেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে।’’ নয়াদিল্লি থেকে কড়া বার্তা বাংলাদেশকে।

শেখ হাসিনার অভ্যুর্থানের পর থেকেই সেই দেশের সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। এরই মধ্যে ইসকন-এর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশ। এবার সেই উদ্বেগ প্রকাশ করে শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক বৈঠক করে বলেন, “আশা করব চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তাঁর আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে।’’ তবে বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ বাণিজ্য বন্ধ হচ্ছে না বলেই তিনি জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সংসদে দেশের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বাংলাদেশের পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ‘বিগত কয়েক মাস বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দির এবং বিগ্রহের উপর হামলা এবং ভাঙচুরের রিপোর্ট আসছে। ভারত সরকার এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তার মধ্যে রয়েছে এই বছরের দুর্গাপুজো চলাকালীন ঢাকার তাঁতিবাজারের মণ্ডপে আক্রমণ, সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে ডাকাতির মতো ঘটনা। বাংলাদেশ সরকারকে ভারত বলতে চায়, তারা সে দেশে বসবাসকারী হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক এবং তাদের প্রার্থনার জায়গা নিরাপদ রাখুক।’’ এরপরই শুক্রবার বিকালে এক সাংবাদিক বৈঠক করে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
অন্যদিকে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের খেলার যে সম্ভাবনা নেই তা নিশ্চিত করল বিদেশ মন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই নিজেদের আবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের মাটিতে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের মাটিতে দল পাঠাতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*