রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, বিশেষ নির্দেশিকা স্বাস্থ্যভবনের!

Spread the love

রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ বিকেলে বারুইপুরের বাসিন্দা অনিমা সর্দারের মৃত্যুর খবর মিলেছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে এম আর বাঙুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে নবান্নে বৈঠকে বসে কোর কমিটি। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম। বুধবার স্বাস্থ্যভবন জানিয়েছিল প্রতিটি হাসপাতালে পুরোদমে চালু করতে হবে ফিভার ক্লিনিক। আজ ফের স্বাস্থ্যভবনের তরফে জারি করা হল এক বিশেষ নির্দেশিকা।

কলকাতা, শ্রীরামপুর, বর্ধমান, হাওড়াতে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশেষ পদক্ষেপ করছে স্বাস্থ্যভবন (Swasthya Bhawan)। আজ স্বাস্থ্যভবনের নির্দেশিকায় সুনির্দিষ্ট করে বলা হয়েছে, কোন কোন উপসর্গ দেখে ডেঙ্গির টেস্ট করাতে হবে।

১. দুই থেকে সাত দিন ধরে টানা জ্বর থাকলে, ডেঙ্গি পরীক্ষা করা আবশ্যক
২. গা হাত পায়ে অসম্ভব ব্যথা যন্ত্রণা থাকলে রক্ত পরীক্ষা করতে হবে
৩. জ্বরের সঙ্গে যদি মাথা ব্যথা করে তাহলে ডেঙ্গি টেস্ট করানো দরকার
৪. অসম্ভব দুর্বলতাও এই রোগের লক্ষণ হতে পারে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*