পুজোর মুখে রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ফের কলকাতায় মৃত ১৭-এর এক কিশোর।গত ২০ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর পাশাপাশি মাল্টি অর্গান ফেইলিওয়ের উল্লেখ রয়েছে।
জানা গিয়েছে, কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই কিশোর। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সে। গত ২০ সেপ্টেম্বরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও বেশ কিছু সমস্যা ছিল ওই কিশোরের। চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার রাতে মাল্টি অর্গান ফেলিওয়রের পর কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে কিশোরের পরিবারের।
কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই তিনটি জেলায় ডেঙ্গু ভাইরাস অতি সক্রিয়। প্রায় প্রতি দিনই শতাধিক মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন। ভিড় বাড়ছে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। তিন জেলার মধ্যে ডেঙ্গুগিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। যা আলাদা করে প্রশাসনকে চিন্তায় রেখেছে।
তিনটি জেলায় মোট আটটি ‘হটস্পট’ চিহ্নিত করেছে প্রশাসন। মুর্শিদাবাদের সুতি, লালগোলা, ভগবানগোলা ব্লক, নদিয়ার রানাঘাট, হরিণঘাটা ব্লক এবং উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, বনগাঁ এবং বিধাননগরে ডেঙ্গু তুলনায় অনেক বেশি।
Be the first to comment