ডেঙ্গির বাড়বাড়ন্ত, যাদবপুরে ফিরছে অনলাইন ক্লাস!

Spread the love

রাজ্যজুড়ে ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে। সোমবার নবান্নে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। ডেপুটি মেয়র পুরসভার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ডেঙ্গি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত পুরসভার সব কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সহ সব স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছে একগুচ্ছ সরকারি নির্দেশ। এই আবহে চিন্তা বাড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস এবং হোস্টেল মিলিয়ে সেখানে ১৫ জন পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত বলে খবর। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট সামনে আসার পরই অফলাইন ক্লাসের পরিবর্তে পুনরায় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস চালুর সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম। সূত্রের খবর এ বিষয়ে সম্মতি মিলেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন দিনে ১২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেডিকেল টিমের সুপারিশ পাওয়ার পর উপাচার্য বুদ্ধদেব সাউ গতকাল সন্ধ্যায় রাজভবনে সি ভি আনন্দ বোসকে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাজ্যপালের মৌখিক সম্মতি মিলেছে বলে খবর। এর ভিত্তিতে দ্রুত যাদবপুর বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস ফিরবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কড়া নবান্ন। এবার পুলিশকর্তাদের এই বিষয়ে বাড়তি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জমা জল সরাতে পুলিশ আধিকারিকদের উপযুক্ত পদক্ষেপ করতে হবে। উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া হুগলি নিয়ে বাড়ছে চিন্তা। দমদম, কামারহাটি ,দেগঙ্গা শাসনে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দেগঙ্গায় একজনের মৃত্যুর খবর মিলেছে। চলতি সপ্তাহে এই দাপট আরও বাড়তে পারে আশঙ্কা করে, জেলায় জেলায় সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*