কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ কেন্দ্রের থেকে বাংলার পাওনাগণ্ডার হিসেব দিয়েছেন তিনি ৷ আর সেখানেই তাঁর অভিযোগ, ৬০ হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পাওনা বাকি রয়েছে রাজ্যের ৷ সব অবিজেপি শাসিত রাজ্যের সরকারগুলিকেও তাঁদের নিজেদের পরিসংখ্যান ও হিসেব-নিকেশ তুলে ধরে এ ব্যাপারে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷
আজ টুইটে একটি হিসেব তুলে ধরেন ডেরেক ও ব্রায়েন ৷ কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার পাওনা শীর্ষক একটি লেখায় পয়েন্ট আকারে কতগুলি হিসেব লেখা রয়েছে ৷
কী রয়েছে সেই লেখায়…
* ২০২০-২১ সালের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, করবাবদ কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ৫৮,৯৬২.৫৫ কোটি টাকা
* বাস্তবে রাজ্য পেয়েছে ৪৪,৭৩৭.১ কোটি টাকা
* অর্থাৎ রাজ্য ১৪,২২৫.৫৪ কোটি টাকা কম পেয়েছে
* ২০১৯-২০ সালে কেন্দ্রের থেকে করবাবদ প্রাপ্য ১১,০০ কোটি টাকা পায়নি বাংলা
* কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির জন্য এখনও ৩৩,৩১৪ কোটি টাকা বকেয়া রয়েছে
* সবমিলিয়ে প্রায় ৬০,০০০ কোটি টাকার বঞ্চনা
এই হিসেবপত্রটি পোস্ট করে ডেরেক ক্যাপশনে লিখেছেন, “কেন্দ্রের থেকে ৬০ হাজার কোটি টাকা পাওনা বাকি বাংলার ৷ সব অবিজেপি রাজ্য সরকারগুলিকে তাঁদের হিসেব-নিকেশ তুলে ধরার আবেদন জানাচ্ছি ৷ কোঅপারেটিভ ফেডারালিজমের নামে যা চলছে তা প্রকাশ্যে নিয়ে আসুন ৷”
এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ প্রাকৃতিক বিপর্যয় হলে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের প্রতি দরাজ সাহায্য নিয়ে এগিয়ে গেলেও বাংলার প্রতি কেন্দ্র বরাবর বঞ্চনা করে বলে অভিযোগ করেছে তারা ৷ এ ব্যাপারে এ বার জাতীয় স্তরে অন্যান্য বিরোধীদেরও পাশে পেতে চাইছে তৃণমূল ৷ সেই কারণেই একই অভিযোগ থাকলে অন্যান্য অবিজেপি রাজ্য সরকারগুলিকেও এ ব্যাপারে সরব হওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷
Be the first to comment