কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, মত দেবের

Spread the love

 এবার সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। তাঁর দাবি, কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে ৷ এ জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়।

এ দিন কলকাতার একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দেব ৷ সেখানেই তিনি বলেন, গ্রামেগঞ্জে বা কোনও শপিং মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, যেমন আমার ক্ষেত্রেও, যে ভাবে লোকে আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁদের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। এটা সরকারের দোষ, পুলিশের দোষ নাকি আয়োজকদের দোষ জানি না। আমরা সবসময়েই বলি যে সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়।

পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হয়। করোনার সময়ে তো বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটা মাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না।

কেকে-র মৃত্যুতে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা ৷ সেই সুরে সুর মিলিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তবে এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে শাসক দল ৷ ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ-সহ দলের অন্যান্য নেতারা এই নিয়ে সরব হয়েছেন ৷ আজ এই তালিকায় সংযুক্ত হল দেবের নাম ৷ তাঁর মতে, কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*