
রোজদিন ডেস্ক, কলকাতা:- কনসার্ট শুনতে গিয়ে আগুনে ঝলসে প্রাণ হারালেন ৫১ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও শতাধিক। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। রবিবার ভোরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর ম্যাসিডোনিয়ায়।
কীভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, কনসার্টের সময়ে ব্যবহৃত আতশবাজির ফুলকি থেকেই আগুন ছড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কোচানি শহরের পালস ক্লাবে এক কনসার্টের আযোজন করা হয়েছিল। ওই কনসার্ট সঙ্গীত পরিবেশন করছিল দেশটির জনপ্রিয় হিপ-হপ জুটি এডিএন ব্যান্ড। কনসার্ট শুনতে জড়ো হয়েছিলেন দেড় হাজারের বেশি দর্শক-শ্রোতা। সঙ্গীত শুনতে শুনতে মোহিত হয়ে পড়েছিলেন দর্শকরা। অনেকের দু’চোখের পাতা আবার লেগে গিয়েছিল। রাত তিনটে নাগাদ আচমকাই আগুন ধরে যায়। নিমিষেই সেই আগুন দাবানলের আকার ধারণ করে। পুরো প্রেক্ষাগৃহ জতুগৃহে পরিণত হয়। প্রাণ বাঁচাতে অনেকেই হল ছেড়ে বেরনোর চেষ্টা করেন। প্রচণ্ড ধাক্কাধাক্কিতে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। অনেকেই পায়ের নিচে চাপা পড়ে যান। দমবন্ধ হয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় অনেকের।
Be the first to comment