মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ, দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার

Spread the love

রোজদিন ডেস্ক :- অবশেষে ম্যারথন নাটকের অবসান ঘটল মহারাষ্ট্রে। আগামী ৫ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি কোর কমিটির বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

এদিনের বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং ফড়নবিশ। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ফড়নবিশ।
ফড়নবিশ মহারাষ্ট্রে দুই দু’বারের মুখ্যমন্ত্রী ছিলেন। শুধু তাই নয় উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। আরও একবার এই প্রবীণ বিজেপি নেতাকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল গেরুয়া শিবির।
প্রসঙ্গত, ভোটের আগে কমিশনকে দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নব মনোনীত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। বর্তমানে তাঁর রয়েছে ১৩.২৭ কোটি টাকার সম্পত্তি। শুধু তাই নয়, এছাড়াও তাঁর আছে বিপুল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি।
গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা দেবেন না। তাতেই প্রশ্ন উঠতে শুরু হয় কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই নিয়ে শিন্ডে, ফড়নবিশ এবং অজিত পাওয়ার সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেও বরফ না গললে শেষমেশ মোদী-শাহর দুই বিশ্বস্ত পর্যবেক্ষককে পাঠানো হয় মহারাষ্ট্রে। এরপরই জল্পনার অবসান ঘটে। প্রকাশ্যে আসে কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*