ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল, ভর্তি হলেন দিল্লির এইমসে

Spread the love

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বেশ কয়েক দিন ধরেই রাজ্যপাল জ্বরে ভুগছিলেন। দিল্লিতে রক্ত পরীক্ষার পর তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। পুজোর সময়ে সপরিবারে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উত্তরবঙ্গ সফর করে তিন দিন আগেই দিল্লি গিয়েছেন তিনি। সেখানে রক্ত পরীক্ষার পরেই ম্যালেরিয়া সংক্রমণ ধরা পড়ে। এই কদিন দিল্লির বঙ্গভবনেই চিকিৎসা চলছিল রাজ্যপালের। তবে এবার তাঁকে AIIMS-এ ভর্তি করা হল।

জানা গিয়েছে, দিল্লিতে যাওয়ার সময় সুস্থই ছিলেন রাজ্যপাল। কিন্তু দিল্লি পৌঁছনোর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর ম্য়ালেরিয়া রিপোর্ট পজিটিভ আসে। তবে একা রাজ্যপাল নন। কলকাতা ও আশপাশের এলাকায় অনেকেই মশাবাহিত রোগ ভুগছেন। কলকাতা পুরসভা সূত্রের খবর, এই বছরের শুরু থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ম্যালেরিয়ার জীবাণু মিলেছে ৫ হাজার ২ জনের শরীরে। এছাড়া রাজ্যে মোট ম্যালেরিয়া আক্রান্তের ৮০ শতাংশই কলকাতার বাসিন্দা বলে দাবি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

ম্যালেরিয়া প্রতিরোধে কলকাতা পুরসভাকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই রয়েছে। শহরকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্যে যা যা করার, সবই করা হচ্ছে।’

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এ প্রসঙ্গে জানিয়েছে, মশাবাহিত রোগ দমনে বাড়ি বাড়ি জমা জলের খোঁজে অভিযান চালানোর পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে নির্মীয়মাণ আবাসনগুলিতে। কেননা, এগুলি মশার লার্ভা জন্মানোর আঁতুড়ঘর। আর পরে এই মশাই ম্যালেরিয়ার মতো রোগের কারণ হয়ে ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*