ফের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদ মামলায় গ্রেফতারির জন্য রাজ্যপালকে দায়ী করে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার নিদান দেন তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, মেয়াদ শেষে রাজ্যপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন কল্যাণ।
নারদকাণ্ডে চার হেভিওয়েট নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যপালকে ফের তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, ‘এই নাটকটা যে তৈরি করা হয়েছে, তার মূল হলেন রাজ্যপাল। যদি সব ফোনকলের তদন্ত করা হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনিই। এই বিষয়ে আমি নিশ্চিত। রাজ্যপালই বলেছেন ভোরবেলা চার হেভিওয়েটকে গ্রেফতার করতে। রাজ্যপালই হলেন ভিলেন।’
আরও একধাপ এগিয়ে তাঁর মন্তব্য, ‘রাজ্যপাল জেনেবুঝে বাংলার ক্ষতি করে চলেছেন। আর কোনও রাজ্যপাল এমন করেন না।’ এরপরই তৃণমূল সাংসদের সংযোজন, ‘সংবিধান অনুযায়ী, এখন তাঁর বিরুদ্ধে যেকোনও ব্যবস্থা নেওয়া যাবে না, তা আমি জানি। কিন্তু সকলকে আমি অনুরোধ করব, এখনও সকলে সব জায়গায় ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই ওই ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই প্রেসিডেন্সি জেলেই ওনাকে ঠাঁই করে দেওয়া যেতে পারে।’
বাংলার রাজ্যপাল BJP-র হয়ে কাজ করছেন বলে একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূলের নেতারা। নারদ কাণ্ডে CBI চার্জশিট পেশ করার জন্য রাজ্যপালে অনুমোদন দেওয়ায় সেই সময় তাঁকে ‘পাগলা কুকুর’ বলে আক্রমণ শানিয়েছিলেন কল্যাণ। আর এবার তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণেরও নিদান দিলেন।
পালটা সরব হয়েছেন রাজ্যপালও। কল্যাণের মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে রাজ্যপাল লেখেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন অভিজ্ঞ সাংসদ এবং আইনজীবী। তাঁর এই মন্তব্যে আমি অবাক। এর বিচার করবে বাংলার সংস্কৃতিমনস্ক মানুষ।’
Be the first to comment