বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে বেরিয়ে সোজা রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ তিনি রাজভবনে যান। ঘণ্টাখানেক ছিলেন। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছেন রাজ্যপালকে। সস্ত্রীক ধনখড় তাঁকে ধন্যবাদও জানান।
বৃহস্পতিবার বিকেল ৫টার কিছু পরে টাউন হলের দিকের ফটক দিয়ে রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর সাক্ষাতের ছবি ও ভিডিয়ো টুইট করা হয় রাজভবনের তরফে। সেখানে দেখা যাচ্ছে, নিজের হাতে আঁকা একটি ছবিতে স্বাক্ষর করে রাজ্যপালের হাতে তুলে দিচ্ছেন মমতা। সেই সময় হাসিমুখে উপস্থিত ছিলেন রাজ্যপালের স্ত্রী-ও।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যপালও কিছু স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। ঘণ্টাখানেক রাজভবনে থাকার পর বেরিয়ে যান তিনি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রাজভবনে এসেছেন এই খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে ছুটে আসেন শারীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। তাঁরা চাকরির দাবিতে শহিদ মিনারের কাছে অনশন করছিলেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাধে তাঁদের। পরে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়।
Be the first to comment