পাকিস্তানের বালাকোট অভিযানের পর কতজন মারা গিয়েছে তা হিসাব করেনি ভারতীয় বায়ুসেনা। আমরা লক্ষ্য পূরণ করেছি। যদি জঙ্গলে বোমা ফেলতাম তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া দিতেন? সোমবার সাংবাদিক বৈঠক করে একথাই বললেন ভারতীয় বায়ুসেনার প্রধান বি এস ধানোয়া। এদিন তিনি আরও বলেন, আমরা হিসাব ক্রিনি করিনি কতজন মারা গিয়েছে। সেখানে কতজন ছিলো তার উপর নির্ভর করছে মৃতের সংখ্যা কত? কতজন মারা গেছে তা সরকার বলবে। ওখানে কতজন ছিল তা স্পষ্ট করা ভারতীয় সেনাবাহিনীর কাজ নয়। আমরা মৃতের সংখ্যা হিসাব করি না। আমরা লক্ষ্যপূরণ করতে পারলাম কি না তার হিসাব করি।
সোমবার বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে সাংবাদিক বৈঠক করেন ধানোয়া। অনেকেই বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে নানা সন্দেহ প্রকাশ করছেন। সেই প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেন, আঘাত এলে প্রত্যাঘাত হবেই। মিগ ২১ অত্যাধুনিক যুদ্ধবিমান। এয়ারস্ট্রাইক না হলে পাল্টা হামলা কেন করলো পাকিস্তান? বালাকোট হামলার সব প্রমাণ রয়েছে আমাদের কাছে। সরকার চাইলেই প্রকাশ্যে আনা হবে সমস্ত তথ্য।
Be the first to comment