ধূপগুড়ির সরকারি কর্মীরাও মমতার দিকে, পোস্টাল ব্যালটেও জয় তৃণমূলের

Spread the love

রাজ্যজুড়ে ডিএ বিতর্ক ও আন্দোলনের মধ্যে ধূপগুড়ি উপনির্বাচনে পোস্টাল ব্যালটের ফলাফলের দিকে নজর ছিল সকলের। সরকারি কর্মচারীদের রায় কোন দিকে, আদৌ কি ডিএ আন্দোলন প্রভাব ফেলবে ভোট বাক্সে, এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছে রাজনৈতিক মহল।

ধূপগুড়ি উপনির্বাচনে পোস্টাল ব্যালটে অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ভোট কোনদিকে তা জানা যায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পরই। পোস্টাল ব্যালটে কে এগিয়ে, কে পিছিয়ে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম গণনার সময় বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছিল। বেশিরভাগ সংবাদ মাধ্যম প্রচার করছিল ধূপগুড়িতে পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে, দ্বিতীয় সিপিএম প্রার্থী আর তিন নম্বরে তৃণমূল।

কিন্তু গণনা শেষে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে, সেখানে ছবিটা একেবারে উল্টো। পোস্টাল ব্যালট গণনায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তিনি পেয়েছেন ৩৩৯টি ভোট। দ্বিতীয় স্থানে বিজেপির প্রার্থী তাপসী রায়। তিনি পেয়েছেন ২৯৬টি ভোট। বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন ৫৭টি ভোট। এছাড়া স্থানীয় দুই দলের দুটি প্রার্থী পেয়েছেন ৫ ও ৪টি করে ভোট। ফলে ধূপগুড়ি উপনির্বাচন প্রমান করে দিল এ রাজ্যের সরকারি কর্মচারীদের সিংহভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*