টুইটারে ফলো করুন, অন্যরকম ফলো যেন না হয়; বাবুলের উদ্দেশে দিলীপ ঘোষ

Spread the love

মঙ্গলবার জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ছিল। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অথচ দেখা গেল না আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে। এই ঘটনা চলতি সময়ের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তাঁর প্রতিক্রিয়া, “মন্ত্রিত্ব থেকে বিদায় নিয়েছেন, এবার তো আমাদের সঙ্গেই থাকতে হবে ৷”

মঙ্গলবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এই বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয় ৷ তবে বৈঠকে উপস্থিত ছিলেন না বাবুল সুপ্রিয়। বিষয়টি নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সাংসদকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু এটা জেলার মিটিং। জেলা স্তর থেকে মণ্ডল স্তরের সমস্ত নেতা-কর্মীরা রয়েছেন। হল ভর্তি করে সবাই এসেছেন।”

উল্লেখ্য, অতীতে এমন সাংগঠনিক স্তরের বৈঠকে বাবুল সুপ্রিয়কে দেখা যেত। তা নিয়ে দিলীপবাবু বলেন, “সব বৈঠকে থাকেন না ৷ আমিও অনেকবার এসেছি। উনি সময় মতো থাকেন, থাকবেন। মন্ত্রিত্ব থেকে সবে মুক্তি হয়েছে। আমাদের সঙ্গেই এসে কাজ করবেন।”

পাশাপাশি বাবুল সুপ্রিয় টুইটারে মুকুল রায় ও তৃণমূল কংগ্রেসকে ফলো করছেন। এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “আমাকেও টুইটারে অনেকে ফলো করে। টুইটারে ফলো করছেন ভালো। কিন্তু সেটা যেন অন্যরকম ফলো না হয়ে যায়।”

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদলের পর মন্ত্রিত্ব হারিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ তারপর থেকেই তাঁকে সোশ্য়াল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে দেখা গিয়েছে ৷ এর মধ্যেই তিনি টুইটারে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসকে ফলোও করেছেন ৷ তা নিয়ে জল্পনাও তৈরি হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*