অর্জুনের পদ্মাসন ছাড়ার জল্পনার মধ্যেই কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। অর্জুন বিজেপিতে থেকে কী করেছেন, সেই প্রশ্নও তুলতে ছাড়লেন না দিলীপ। তাঁর কটাক্ষ, যাঁরা বিজেপিকে দাঁড় করিয়েছেন, তাঁরা বিজেপিতে আছেন, ছিলেন, থাকবেন।
অর্জুন সিং বিজেপি ছাড়লে দলের কোনও ক্ষতি হবে কি না, সেই বিষয়েও কটাক্ষ ছুঁড়তে ভোলেননি মেদিনীপুরের সাংসদ। ব্যারাকপুরের বিজেপি সাংসদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মন্তব্য, অনেকে দলে এসেছিলেন। চলেও গিয়েছেন। তাতে কোনও সমস্যা হয়নি। আসলে কিছু মানুষের উপস্থিতির কোনও দামই থাকে না দলে। দিলীপ ঘোষ যে এই কথাগুলো অর্জুনের নাম করে বলেছেন, তা নয়। তবে অর্জুন প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন।
দিলীপ-অর্জুনের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বঙ্গ বিজেপির সঙ্গেও দূরত্ব বাড়ছিল অর্জুনের। যদিও এদিন দিলীপ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অর্জুন বলেন, আমার সঙ্গে দিলীপদার সম্পর্ক ভালো। রাজনীতির বাইরের ব্যক্তি বিশেষের একটা যোগাযোগ থাকে। সবকিছুর মধ্যে রাজনীতি আনা ঠিক নয়।
অর্জুনের ফুল বদলের জল্পনার সময় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, কিছু মানুষ ক্ষমতার সঙ্গে থাকতে চান। রাজ্যের মানুষ দেখেছে অতীত, দেখছেন বর্তমান, দেখবেন ভবিষ্যত। বিজেপি কোনও ব্যক্তি বিশেষের দল নয়। এখানে ব্যক্তি বিশেষের কোনও ভূমিকা নেই।
Be the first to comment