রোজদিনের সাথে একান্ত সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি বললেন আমাদের সাথে লাইভে? জেনে নিন বিশেষ সাক্ষাৎকার পর্ব
১.প্রশ্ন: দিলীপবাবু আপনারা কি মনে করছেন? কতগুলো আসন এবার পেতে পারে বিজেপি?
দিলীপ ঘোষ: দেখুন আমরা খুব স্পষ্ট ও জোরালো ভাবেই বলছি আমরা ২৩ টা আসন পাবই। ওটাই আমাদের টার্গেট৷
২.প্রশ্ন: আপনাদের কেন মনে হচ্ছে এমন? মানুষ বিজেপিকে ভোট দেবে কেন?
উত্তরঃ দেখুন সারাভারত জুড়ে মোদী হাওয়া চলছে৷ আর সেই হাওয়ায় সবাই খুড়কুটোর মতো উড়ে যাবে। আমরা মানুষের জন্য ভাবি।
৩. প্রশ্নঃ আপনাদের কি এ রাজ্যে ৪২ টা আসনের জন্য যোগ্য প্রার্থী আছে বলে আপনারা মনে করেন?
উত্তরঃ আমাদের কাছে ৫৫০ টি আবেদন জমা পড়েছে। এখান থেকে ঝাড়াই বাছাই করে আমাদের প্রার্থী মনোনীত করতে হবে।
৪. প্রশ্নঃ আপনাকে কি দেখতে পাওয়া যাবে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে?
উত্তরঃ দেখুন দল নির্দেশ দিলে নিশ্চয়ই দাঁড়াবো৷ বিধানসভা ভোটে দল বলেছে তাই আমি ভোটে দাঁড়িয়েছি এবং জিতেছি। এবারও বললে তবেই দাঁড়াবো৷ পার্লামেন্টারী কমিটি সিদ্ধান্ত অনুযায়ী এগুলো হয়৷
৫. প্রশ্নঃ আপনারা দাবী করেছেন ১২০ জন আইপিএস নাকি ধর্ণায় বসেছে, আপনারা কি সত্যিই ১২০কে পেয়েছেন?
উত্তরঃ দেখুন ১২০ জন মানে এর মধ্যে আইএস, আইপিএস, গুণীমানুষজন সব মিলিয়ে যারা মনে করেছেন অন্যায়ের প্রতিবাদ করা উচিত তারা করছেন।
৬.প্রশ্নঃ আচ্ছা আপনারা বারবার বলছেন বাংলার আইনশৃঙ্খলা নাকি বিঘ্নিত হয়েছে, তো কোনসময় ১৯৭৭-২০১১ নাকি ২০১১-২০১৯ কোন সময় আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে আপনি মনে করেন?
উত্তরঃ দেখুন দুটো সময়েই আইনশৃঙ্খলা নষ্ট হয়েছে৷ আগের থেকে এখনও আরোও খারাপ তাই এই লড়াই ও আন্দোলন।
৭. রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো প্রমাণ দেখাতে পারেনি সিবিআই, কি বলবেন এ বিষয়ে?
উত্তরঃ দেখুন সিবিআই তো জিজ্ঞাসা করতে গিয়েছিল। প্রমাণ করতে যায়নি। সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য আছে তারাই সময়মতো জানাবে।
৮. মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধার চাহিয়া লজ্জা দেবেননা, সবই তো অন্যের থেকে ধার করে নেওয়া__ আপনি কি বলবেন?
উত্তরঃ দেখুন গনতান্ত্রিক পদ্ধতিতে এটা খুবই স্বাভাবিক। মানুষ সবসময় এক থাকেনা স্বভাবতই তারা দল পরিবর্তন করে৷
৯. ব্যারাকপুর কেন্দ্র থেকে দিনেশ ত্রিবেদী ব্যাপক ভোটে জিতবে দাবী তৃণমূল কংগ্রেসের, আপনার বক্তব্য?
উত্তরঃ ওটা মনে হয়। লড়াইটা এখনও অনেক বাকি দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে থামে।
১০. বারংবার বিজেপি বলেছে আরোও নাকি অনেকে আসতে চলেছে বিজেপিতে, সত্যিই কি তাই নাকি টিকে থাকার জল্পনা বাড়ানো?
উত্তরঃ (মুচকি হেসে) দেখুননা কি হয়, কালও দেখতে পারেন চমক কিংবা আজই।
রোজদিনের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক পিয়ালি আচার্য ও সাংবাদিক মাসানুর রহমান।
Be the first to comment