মমতা উন্নয়ন করেছেনঃ দিলীপ ঘোষ

Spread the love

পিয়ালি আচার্য,

কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আজ ২৫শে এপ্রিল উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২৩টি আসন তাঁরা পাবেনই এই দাবী করেন তিনি। তবে কিসের ভিত্তিতে এই দাবী বিজেপি করছে তা স্পষ্ট করে বলতে পারেননি দিলীপ ঘোষ৷

রোজদিনের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিরুদ্ধে আপনাদের পক্ষের লোকেরা বলছে যে হাওয়া আছে, কিন্তু হাওয়া দিয়ে কি উন্নয়নের মোকাবিলা করতে পারবেন? উত্তরে দিলীপ ঘোষ বলেন মোদী হাওয়া মোদী ঝড়ের মতো। কিন্তু পাশাপাশি দিলীপ ঘোষ একথাও স্বীকার করে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। মেদিনীপুর আসন থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। আপনি কি জয়ী হবেন এ প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমি মেদিনীপুরের ভূমিপুত্র। বিধানসভাতে অল্প দিনের প্রস্তুতিতেই জয়ী হয়েছিলাম আমি। অন্যদিকে লোকসভায় তৃণমূলের মানসবাবু প্রার্থী। দুজনই মেদিনীপুরের লোক। মানসবাবু ইতিমধ্যেই রাজ্যসভায় আছেন, আমি যদি লোকসভায় জয়ী হই তাহলে দুই মেদিনীপুরের লোক মিলে মেদিনীপুরের উন্নয়ন করবো৷

সংখ্যালঘু ভোটাররা কি তাঁদের ভোট দেবেন? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমরা কাউকেই ছেড়ে রাখছিনা। তবে বারবার দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় যে আপনারা এই পাঁচ বছরে কি উন্নয়ন করেছেন তাঁদের এতো প্রতিশ্রুতি জুমলা প্রতিশ্রুতি নয়তো? এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন ২৩ তারিখের পর জুমলা বলার মতো কেউ থাকবেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় বছরে দুবার কুর্তা ও মিষ্টি পাঠান বলে এক ইন্টারভিউতে বলেছেন মোদী।সে প্রসঙ্গে দিলীপবাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাজনীতি রাজনীতির জায়গায়,সৌজন্য সৌজন্যের জায়গায় উনি তো সৌজন্য দেখিয়েছেন এটা লুকিয়ে রাখার কি আছে? তবে ঘুরেফিরে একই কথা বলে যান দিলীপ ঘোষ যে বিজেপি বাংলায় কমপক্ষে ২৩টি আসন পাবে, তবে কোন কোন আসন পাবেন সেবিষয়েও সঠিকভাবে কিছু বলতে পারেননি তিনি। আবার তিন দফায় বাংলার দশটি আসনের মধ্যে একটিতেও তৃণমূল বউনি করতে পারবে না বলে জানান দিলীপ ঘোষ। তাঁর দাবি বিজেপি দশে দশ পাবে।

দেখুন ছবি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*