হাইকোর্টে আগাম জামিন পেলেন দিলীপ ঘোষ

Spread the love

হাইকোর্টে আগাম জামিন পেলেন দিলীপ ঘোষ। বালুরঘাটের গঙ্গারামপুরে বিজয় মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। এরপরই পুলিশ দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনায় বুধবার ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিজেপি রাজ্য সভাপতির আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বালুরঘাটে জয় পায় বিজেপি। এরপর ৮ জুন পুলিশের অনুমতি ছাড়াই মিছিল বের করে তারা। মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায়। একাধিক পুলিশকর্মী জখম হন। এরপরই দিলীপ ঘোষসহ একাধিক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

পুলিশের দাবি, ১৪৪ ধারা অমান্য করে মিছিল হয়েছে। এছাড়া সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে। গতকাল আদালতে প্রশাসনের তরফে বলা হয়, এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। পুলিশ বাধা দিতে গেলে দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের উস্কানি দেন। এরপর মিছিল চলাকালীন পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘর্ষে জখম হন ৫ জন বিজেপি কর্মী এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে বচসা হয় পুলিশের। এরপরই উত্তেজিত জনতা পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। ভিড় ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ এবং পরে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দিলীপ ঘোষ। এরপরই দিলীপ সহ আরও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। এর বিরুদ্ধে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন দিলীপ ঘোষ। বুধবার তাঁর জামিন মঞ্জুর হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*