তৃণমূল কংগ্রেস হারবে জেনেই এত অভিযোগ করছে ৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন বিজেপির রাজ্য় সভাপতি সাংসদ দিলীপ ঘোষ ৷ নির্বাচন নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় চাপে আছেন বলেও কটাক্ষ করেন তিনি ৷
আজ সকালে খড়গপুরে নিজের বাড়ি লাগোয়া শিবমন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ ৷ তারপর তিনি ঝাড়গ্রামে ভোট দিতে যান ৷
এদিন ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তৃণমূলের তরফে একাধিক অভিযোগ করার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস হারবে জেনে বারবার অভিযোগ আনছে ৷ আমাদের কোনও আপত্তি নেই। ওরা যা অভিযোগ আনছেন তা সব কমিশনকে জানাতে পারেন ৷ মানুষ সংবাদমাধ্য়মের মাধ্য়মে সব দেখছেন ৷
রিগিং, ইভিএম কারচুপি সহ একাধিক অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস ৷ জোড়াফুলে বোতাম টিপলে সেই ভোট যাচ্ছে পদ্মে যাচ্ছে বলেও অভিযোগ ৷ দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকার একটি বুথে এমনই হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের ৷ যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসারের বক্তব্য, ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷
Be the first to comment